নিজস্ব প্রতিবেদক
হালকা কুয়াশা কাটিয়ে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। ইতোমধ্যেই দুটি অঞ্চল ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। এরই ধারাবাহিকতায় আজও তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বেশ তেজ নিয়েই আকাশে সূর্যের দেখা মিলেছে। একই সাথে আগামী তিনদিন টানা তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন : দেশে এসেছে আরও ২০ লাখ ডোজ ভ্যাকসিন
এ দিকে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড