গোলাম মোস্তফা মুন্না, যশোর
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) নিয়েছেন।
সোমবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় যশোর জেনারেল হাসপাতালে তিনি এ টিকা নেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা গ্রহণ করছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যে সংশয় ছিল তা ইতোমধ্যে কেটে গেছে। আশা করি সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা খুব শিগগিরই করোনা মোকাবিলায় সক্ষম হবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপের ফলেই অনেক উন্নত দেশের আগেই আমরা করোনাভাইরাসের টিকা পেয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন- যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ, মেডিকেল অফিসার ডাক্তার দীপাঞ্জন সাহা, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড