অধিকার ডেস্ক
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদন ও তথ্যচিত্র সরিয়ে নেবে কিনা- এ প্রসঙ্গে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় এ বিবৃতি প্রকাশ করা হয়
বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআরের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘আমরা বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) কাছ থেকে ডকুমেন্টারি সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। আমরা এই বিষয়ে কোনো বিবৃতি দিইনি।’
এর আগে আল-জাজিরায় প্রচারিত ভিডিয়ো কনটেন্ট ফেসবুক সরিয়ে নেবে কিনা এমন প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আদালতের নির্দেশনাসহ যা যা তথ্য ফেসবুক আমাদের কাছে চেয়েছে সেসব আমরা ফেসবুককে পাঠিয়েছি। ফেসবুক আমাদের জানিয়েছে তারা বিষয়টি রিভিউ করবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্ধেক খরচে বাংলায় এসএমএস সেবার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড