নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে দেশে করোনা টিকার দ্বিতীয় চালান আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
এর আগে সচিবালয় ক্লিনিকে করোনা টিকা নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আরও পড়ুন : ২০২৭ পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ : ব্রিটিশ হাইকমিশনার
স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন। টিকা নেওয়ার বয়স এখন আর কমানো হবে না। সবকিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড