নিজস্ব প্রতিবেদক
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর মামুন ফরাজী সভাপতি ও দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মামুন ফরাজী পেয়েছেন ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের খবরের সিনিয়র সাব-এডিটর আবুল কালাম আজাদ পেয়েছেন ৩১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় পেয়েছেন ৪২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির সাইখুল ইসলাম উজ্জ্বল পেয়েছেন ৩২৬ ভোট।
সোমবার (২৫ জানুয়ারি) সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ করা হয়। সংগঠনটির এক হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ৭৭৫ জন ভোট দেন। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
সহ সভাপতি পদে এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর আনঞ্জুমান আরা শিল্পী। ২১ সদস্যের কমিটিতে বাকি ২০টির বিপরীতে লড়েন ৩২ জন প্রার্থী।
নির্বাচনে দৈনিক ভোরের পাতার সাব-এডিটর জাওহার ইকবাল খান যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর অলক বিশ্বাস কোষাধ্যক্ষ, দৈনিক খোলা কাগজের সামসুল আলম সেতু সাংগঠনিক সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের মনির আহমেদ জারিফ দপ্তর সম্পাদক, সারাবাংলা ডটনেটের যুগ্ম বার্তা সম্পাদক আলমগীর কবীর প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবরের লাবিন রহমান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠের তৌফিক অপু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১১টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ফারজানা জবা, দৈনিক বাংলাদেশের আলোর জাফরুল আলম, বাংলাভয়েসের আবদুর রহমান খান, শিকড় সন্ধানের আমিনুল রাণা, ইউনাইটেড নিউজের আ হ ম ফয়সাল, দৈনিক বাংলাদেশের আলোর মো. মনির হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রির মো. ফখরুদ্দীন মুন্না, দৈনিক বাংলার সমাচারের মো. নাঈম মাশরেকী, দৈনিক স্বদেশ প্রতিদিনের আবু জাফর সাইফুদ্দীন, দৈনিক ইনকিলাবের মোহাম্মদ আবদুল অদুদ ও দৈনিক নওরোজের মো. সাফায়েত হোসেন নির্বাচিত হন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড