আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার, গাজীপুর
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির বাচাঁর দাবি ৬ দফা দিয়েছিলেন। তখন পাকিস্তানি শাসকগোষ্ঠী বলেছিলো- অস্ত্রের ভাষায় ৬ দফার জবাব দেয়া হবে। এই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ২৩ বছর বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন, গেরিলা যুদ্ধের রণকৌশল শিখিয়েছিলেন। পরে তিনি ১ দফা অর্থাৎ স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, অধ্যাপক মখলেসুর রহমান, অধ্যাপক ড. ওবায়দুর রহমান, ছাত্রনেতা তাইয়ুবুর রহমান প্রমুখ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড