অধিকার ডেস্ক
পৌষ মাস শেষ হয়ে আসছে মাঘ। আর মাঘের আগমনী বার্তার মধ্যেই শৈত্যপ্রবাহের খবর দিল আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে আজ রাত থেকেই ঘন কুয়াশা পড়তে পারে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে– মধ্যরাত থেকে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদরা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে। আজও আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কমে আসতে পারে। বুধবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
এর পর চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ, যা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।
চলতি মাসের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হলেও এর তীব্রতা বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের শেষের দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সেটি বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড