নিজস্ব প্রতিবেদক
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনা দুর্যোগে দুই কোটিরও বেশি মানুষকে প্রণোদনার আওতায় আনা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জে ইয়ন হাই-টেক ডেইরি ফার্ম ও ‘বাকারা’ পাস্তুরিত দুধ ও দুগ্ধজাতীয় পণ্য উৎপাদনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
করোনাকালীন সময়ে প্রাণিসম্পদ খাতে প্রণোদনা অব্যাহত রয়েছে উল্লেখ করে রেজাউল করিম বলেন, করোনা মোকাবেলায় বিশ্বের মধ্যে বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে। এটা বর্তমান সরকারেরই সাফল্য।
তিনি বলেন, সরকারি অথবা বেসরকারি পর্যায়ে দেশে এই প্রথম হাই-টেক ডেইরি ফার্ম হল রংপুরে। এই ফার্মের দেখাদেখি বেসরকারি পর্য়ায়ে অন্যান্য শিল্পপতিরা এগিয়ে এলে দেশের চাহিদা মিটিয়ে দুধ বিদেশেও পাঠানা যাবে।
আরও পড়ুন : দেড় বছর পর মুক্তি পেলেন ধনঞ্জয়া
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল জব্বার সিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক শামস আফরোজ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড