• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যাত্রীদের ফুল দিয়ে রেলমন্ত্রীর শুভেচ্ছা

  নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২০, ১৪:০৬
যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রেলমন্ত্রী
যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রেলমন্ত্রী (ছবি: সংগৃহীত)

জাতির জনকের জন্মশত বার্ষিকীতে রেলওয়ের ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০’ উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রবিবার (৬ ডিসেম্বর) ঢাকা রেলওয়ে স্টেশন, কমলাপুর পরিদর্শনে করে এ শুভেচ্ছা জানান তিনি।

একতা ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ৪-১০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০ উদযাপন করছে বাংলাদেশ রেলওয়ে। এর মাধ্যমে যাত্রীদের সেবা আরও বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। সেবা ও নিরাপত্তা সপ্তাহ পালনের উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাতটি এবং পশ্চিমাঞ্চলে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

নির্ধারিত উদ্বোধনী স্টেশন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর ও লালমনিরহাট হতে সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করছে।

মন্ত্রী বলেন, রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা এ সেবা সপ্তাহে যেসব বিষয় নিশ্চিত করবে তা হলো- কোভিডকালীন স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিতকরণ; রেলওয়ের হাসপাতাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

আরও পড়ুন : নতুন করোনা শনাক্ত ১৮৮৮, মৃত্যু ৩৫

রেলওয়ে স্টেশন ও স্টেশন অংগন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; ট্রেনসমূহের সময়ানুবর্তিতা নিশ্চিত করা; যাত্রীদের নিরাপত্তা সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা; স্টেশনের ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা আপডেট রাখা; প্ল্যাটফরম, প্যাসেঞ্জার লাউঞ্জ, ওয়েটিং রুম, রিটায়ারিং রুম ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ অন্যান্য সেবা নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড