• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুঞ্জনের অবসান, আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ

  নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২০, ১২:৪৭
জাতীয় রাজস্ব বোর্ড
গুঞ্জনের অবসান, আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ (ছবি : সংগৃহীত)

কয়েক দিন ধরে সময় বাড়ানোর গুঞ্জন শোনা গেলেও নতুন করে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (৩০ নভেম্বর)।

এনবিআরের পক্ষ থেকে রবিবার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ দিন এক সংবাদ সম্মেলনে বলেন, রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন দিতে পারবে না, তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। তবে ২ শতাংশ জরিমানার বিষয়টি বাধ্যতামূলক নয়। গ্রাহক সঠিক সময়ে কেন রিটার্ন জমা দিতে পারেনি, তার যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। কমিশনারের কাছে যদি কারণ যৌক্তিক মনে না হয়, তবে জরিমানা গুনতে হবে।

এনবিআরের চেয়ারম্যান জানান, গত বছরের ২৬ নভেম্বরের চেয়ে চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন বেড়েছে ৬৩ হাজার ১৯৯টি। তবে একই সময়ে আয়কর কমেছে ১৯৩ কোটি টাকা।

আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তলব

আয়কর আইন অনুযায়ী উপ-কর কমিশনার করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন জমা দিতে দুই মাস সময় দিতে পারে। তবে করদাতাকে সেই ক্ষেত্রে দুই শতাংশ জরিমানা দিতে হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড