• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন করোনা শনাক্ত ১৯০৮, মৃত্যু ৩৬

  নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২০, ১৫:২৯
করোনা থেকে নিরাপত্তায় সাধারণ মানুষের সুরক্ষা ব্যবস্থা
করোনা থেকে নিরাপত্তায় সাধারণ মানুষের সুরক্ষা ব্যবস্থা (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬ হাজার ৫৮০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৫৮০ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ২০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৭৫ হাজার ৮২৫ জন।

আরও পড়ুন : বিএনপির ইন্ধনে বঙ্গবন্ধুর ...

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ লাখ ৫০ হাজার ১২৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৬০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৮০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড