• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

'করোনার সংক্রমণ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে'

  অধিকার ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ২০:৩৩
অধিকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ( ফাইল ফটো )

দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এটা ধরে রাখতে সবার সহযোগিতা চেয়ে বলেছেন, এটা যেন আর নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। স্বাস্থ্য বিভাগের একার পক্ষে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। সবাইকে অংশগ্রহণ করতে হবে, নিয়ম মানতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অপারেশন থিয়েটার উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলে, করোনার ভ্যাক্সিন আনার ৫০ শতাংশ টাকা অর্থ মন্ত্রণালয় ছাড় দিয়েছে। প্রতি মাসে ৫০ লাখ লোককে ভ্যাক্সিন দেওয়া হবে। প্রাথমিকভাবে আনা ৩ কোটি ডোজ দেড় কোটি মানুষকে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি মানুষকে দেওয়া হবে।

তিনি আরো বলেন, করোনার ভ্যাক্সিন ২-৮ ডিগ্রি তাপে সংরক্ষণ করতে হয়। সেই সক্ষমতা আমাদের আছে। আমরা সেই ভ্যাক্সিনই নিবো। কিছু ভ্যাক্সিন আসবে যেগুলো মাইনাস ৭০-৮০ ডিগ্রি টেপমারেচারে সংরক্ষণ করতে হয় সেগুলো আমরা নেব না। আমাদের সেই সক্ষমতা নেই। আমরা সেই ভ্যাক্সিনই নেব যা আমাদের সংরক্ষণ করার সক্ষমতা আছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিয়েছিলো বলেই সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনায় সুস্থতার হার বেশী ও মৃত্যুহার কম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান মন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড