• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃত্যুবরণকারী ৪ পুলিশের পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে

  অধিকার ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ০৯:৩৪
পুলিশ
পুলিশ (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী ছড়িয়ে পরা মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সম্মুখযোদ্ধা হিসেবে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মৃত্যুবরণ করেছেন।

তবে করোনায় মৃত্যুবরণকারী ৪ পুলিশ সদস্যের পরিবার সরকারের ঘোষণা অনুযায়ী ক্ষতিপূরণ পাচ্ছে।

জানা গেছে, সরকারি দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৪ পুলিশ সদস্যের পরিবারকে সরকার ঘোষিত ক্ষতিপূরণ দিতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এই চিঠির পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ পাবে ওই ৪ পুলিশ সদস্যদের পরিবার।

জননিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়, পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত ৪ পুলিশ সদস্য করোনাভাইরাস মোকাবিলায় সরকারি দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সরকার ঘোষিত পরিপত্রে উল্লেখিত শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এককালীন ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত থাকায় এসব পুলিশ সদস্যের পরিবার সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করে।

ওই ৪ পুলিশ সদস্য হলেন- গত ৬ জুলাই মৃত্যুবরণকারী পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. মোশাররফ হোসেন (গ্রেড-৯), ২৬ আগস্ট মৃত্যুবরণকারী কুষ্টিয়ার দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) এস এম আরিফুর রহমান (গ্রেড-৯), ২৩ আগস্ট মৃত্যুবরণকারী কনস্টবল দেওয়ান মো. নূরে আলম ছিদ্দিকী (গ্রেড-১৪) এবং ২১ জুলাই মৃত্যুবরণকারী কনস্টবল মো. সাইফুল আলম (গ্রেড-১৪)।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড