• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালির নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

  অধিকার ডেস্ক

১৯ নভেম্বর ২০২০, ১৩:৩০
কূটনৈতিক মো. শামীম আহসান
কূটনৈতিক মো. শামীম আহসান (ছবি : সংগৃহীত)

ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন কূটনৈতিক মো. শামীম আহসান। ইতালিতে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পাওয়া নিয়ে তথ্য এক খুদে বার্তায় নিশ্চিত করেছেন তিনি নিজেই।

আগামীকাল শুক্রবার তার আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি হয়ে রোমে আসার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সদ্য বিদায়ী রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন মো. শামীম।

বিসিএস ১১তম ব্যাচের এ কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।

এদিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে রোমে আসার খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

তারা বলছেন, রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে সেবার মান ও রাজনৈতিক ছত্রছায়া এবার অনেকাংশই কমে যাবে। বিগত দিনের বদনাম ঢেকে দিয়ে সাধারণ মানুষ যথাযথ সেবা পাবেন এমনটি আশা করছেন নতুন এ রাষ্ট্রদূতের কাছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড