• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাসুলের দেখানো জীবনাচরণ মেনে চলতে হবে

  নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২০, ২১:১১
ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠান
ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠান (ছবি: সংগৃহীত)

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে। জগতে আলো ছড়িয়ে দিয়ে সব অন্ধকারকে জয় করতেই মহান আল্লাহ তাঁকে প্রেরণ করেছিলেন বলে জানিয়েছেন ধর্ম সচিব নুরুল ইসলাম।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম সচিব বলেন, মানুষের এমন কোনও ভালো গুণ নেই, যা মহানবী (সা.) এর চরিত্রে ছিল না। তিনি ছিলেন সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তাঁর মহান ব্যক্তিত্বের কারণে শুধু মুসলমানরাই নয়, অমুসলিমরাও তাঁকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে পৃথিবীর এক নম্বর ব্যক্তি হিসেবে শ্রদ্ধা প্রদর্শন করে।

তিনি বলেন, রাসূল (সা.) ধর্ম, সমাজ, ইসলাম ও মানবজীবনের পূর্ণতা দান করে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের তাঁর দেখানো জীবনাচরণ ও আদর্শ মেনে চলতে হবে।

আরও পড়ুন : মিথ্যা বলার পুরস্কার থাকলে ফখরুল ...

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন— মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ইসলামিক ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত সচিব ফারুক আহম্মেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড