• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কে একটি মৃত্যুও চাই না : কাদের

  অধিকার ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১৩:৫৬
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ছবি সংগৃহীত)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিদিনই মৃত্যু ঘটছে, প্রতিটি মৃত্যুই বেদনার, আমরা সড়কে একটি মৃত্যুও চাই না।’

বুধবার (২১ অক্টোবর) জাতীয় সংসদ এলাকায় নিজের বাসভবন থেকে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে দুর্ঘটনা কিছুটা কমে এলেও আঞ্চলিক পর্যায়ে এবং জেলা মহাসড়কে ছোট আকারের যানবাহনের ফলে এবং বেপরোয়া যান চালনার জন্য এসব দুর্ঘটনা ঘটছে। এ জন্য বুয়েটের সহযোগিতায় চিহ্নিত ১৪৪টি ব্ল্যাকস্পটের মধ্যে ১২১টি এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে।

প্রাণহানি কমানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে এরই মধ্যে বেশকিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী সরকারের পাশাপাশি দেশের সবার আন্তরিক প্রয়াসে দেশের সড়ক নিরাপদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন : অবৈধ সম্পদ অর্জন: হাইকোর্টেও এনু-রুপনের জামিন নামঞ্জুর

ওবায়দুল কাদের বলেন, ‘নিরাপদ ও উন্নয়নবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। এ লক্ষ্যে আইনগত কাঠামো শক্তিশালীকরণের অংশ হিসেবে সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শুরু করেছে। জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার চিহ্নিত করে আমরা তা বাস্তবায়ন করছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড