• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টার্কিশ এয়ারওয়েজের টিকিট পাচ্ছেন ইতালি প্রবাসীরা 

  নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২০, ২০:০৬
অধিকার
টার্কিশ এয়ারওয়েজ (ছবি : সংগৃহীত)

ইতালি প্রবাসীদের ফেরত যাওয়ার টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে টার্কিশ এয়ারওয়েজ। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে গুলশান-১ এ টার্কিশ এয়ারওয়েজের কার্যালয় থেকে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু হয়। টিকিট প্রত্যাশীদের একটি করে ফরম দেওয়া হচ্ছে। নির্ধারিত ওই ফরমে তাদের নাম, মোবাইল নম্বর, টিকিট নম্বর, দেশে থাকার কার্ডের মেয়াদের তারিখ উল্লেখ করতে হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টার্কিশ এয়ারওয়েজের সেলস অ্যান্ড ট্রাফিক কর্মকর্তা ইজাজ কাদরি।

তিনি বলেন, আমরা এখানে সবার ফরম পূর্ণ করে জমা নিচ্ছি। কম্পিউটারে এক্সেলে একটি ডেটাবেইস তৈরি করছি। যাদের রেসিডেন্স কার্ডের (দেশে থাকার) মেয়াদোত্তীর্ণের তারিখ আগে শেষ হবে তাদের আগে টিকিট দেওয়া হবে। তারপর মোবাইলে বার্তা দিয়ে তাঁদের ডেকে টিকিট রিইস্যু করব। এজন্য আগামীকালের জন্য ১৫০ জনকে ডাকা হয়েছে।

ইজাজ কাদরি বলেন, যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনেছেন তারা সেখান থেকেও টিকিট নিতে পারবেন।

শনিবার (১৭ অক্টোবর) টিকিট দেওয়ার কার্যক্রমের প্রস্তুতি চলছিল। প্রায় ২৫০ জনকে টোকেন দেওয়া হয়। টোকেন অনুযায়ী আজকে অনেকেই টিকিট রিইস্যু করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড