• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘প্রধানমন্ত্রী নিজেই ধর্ষকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন’

  নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২০, ১৯:১৪
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ধর্ষকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এবং আন্দোলন শুরু করেছেন। তিনি আইন পাশ করেছেন, নির্দেশনা দিচ্ছেন, আসামি ধরছেন এবং ইতিমধ্যেই মন্ত্রী সভায় মৃত্যুদণ্ড আইন পাস করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার এত কিছুর করার পরেও যারা শেখ হাসিনার পদত্যাগ চায় এর সাথে পদত্যাগের কোনো কারণ বা ঘটনা নেই। এগুলো যারা বলেন তারা স্বার্থান্বেষী দল।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে দিক নির্দেশনা দিয়ে করোনাকে মোকাবেলা করেছেন। করোনা সময়ে খাদ্যেও কোনো ব্যত্যয় ঘটেনি। করোনাভাইরাস, বন্যা আম্ফানসহ পাঁচটি দুর্যোগ মোকাবেলা করে খাদ্যের কারণে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। তার সুযোগ্য নেতৃত্বের কারণে অর্থনীতির চাকা আবার ঘুরে দাঁড়িয়েছে।

সভায় জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সংসদ সদস্য ছলিম উদ্দির তরফদার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী, পুলিশ সুপার আব্দুল মান্নান, পৌর মেয়র নাজমুল হক সনি প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড