• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমসি কলেজের ছাত্রাবাস পরিদর্শনে তদন্ত কমিটি

  অধিকার ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১২
এমসি কলেজ ছাত্রাবাস
এমসি কলেজ ছাত্রাবাস (ছবি : সংগৃহীত)

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রাবাস পরিদর্শন করবে।

এরপর তারা কলেজ পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করবে। ইতোমধ্যে তদন্ত কমিটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবীর চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।

এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ উদ্দিন আহমদ বলেন, ছাত্রাবাসের ঘটনার মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা মঙ্গলবার তদন্তের কাজে সিলেট আসছেন। ছাত্রাবাস পরিদর্শন শেষে তদন্ত কমিটি কলেজে বৈঠকে বসবেন।

জানা যায়, সরকারের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে এমসি কলেজের ছাত্রাবাস খোলা রাখে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রাবাস খোলা রেখে শিক্ষার্থীদের থাকতে দেওয়া নিয়ে কলেজ প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এমন অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড