• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রত্যেক মানুষকে দারিদ্রসীমার ওপরে নিতে কাজ করছে সরকার : রেলমন্ত্রী

  পঞ্চগড় প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৬
রেলমন্ত্রী
সবুজ পাতা’ সফটওয়্যার ও মোবাইল অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন (ছবি : দৈনিক অধিকার)

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা লক্ষ্য ছিল, সেটি হলো- আমার দেশের গরিব, দু:খী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। তাদের প্রয়োজন ছিল অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এগুলোকে দূর করে প্রত্যেক মানুষকে দারিদ্রসীমার ওপরে তুলে নেওয়ার জন্য কাজ করছে বর্তমান সরকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ‘সবুজ পাতা’ সফটওয়্যার ও মোবাইল অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, আওয়ামী লীগ জনগণের দল, আর জনগণ আমাদের শক্তি। আমরা মানুষের জন্য রাজনীতি করি।

আরও পড়ুন : অনুমতির পরও বেনাপোল দিয়ে আসেনি ভারতীয় পেঁয়াজ

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিসতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান, ‘সবুজ পাতা’ অ্যাপসের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জজ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড