• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মসজিদে বিস্ফোরণ

লাশের মিছিলে আরও দুইজন, মোট ৩১

  অধিকার ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৯
বিস্ফোরণ
মসজিদে বিস্ফোরণ : ৩১ জনে দাঁড়াল লাশের মিছিল (ছবি : দৈনিক অধিকার)

এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জে মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় শেখ ফরিদ (২৩) ও নজরুল ইসলাম (৫০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নজরুল ইসলাম এবং পৌনে ৫টার দিকে শেখ ফরিদের মৃত্যু হয়। তারা উভয়ই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩১ জন মারা গেছেন। ইতোমধ্যে একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন : লুট করা ৭৫ লাখ টাকাসহ পুলিশের হাতে ধরা

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন। পরে আহতদের শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড