• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭০০ বিদেশিকে ফেরত পাঠানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি : সংগৃহীত)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি : সংগৃহীত)

বাংলাদেশে অবস্থানরত ৭০০ বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এসব বিদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের ভিসার মেয়াদও শেষ।

বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলাটি আদালতের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে র‌্যাবের তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে চাই না। আশা করি আপনারাও চান না। আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি গঠন করেছিলাম। সেই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে এসেছে। এখন আমাদের রাজনৈতিক শাখার অতিরিক্ত সচিব একটি কমিটি করে এই রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। এরপর আমরা করণীয় নির্ধারণ করবো। আদালত যদি চান, তাহলে আমরা এটা আদালতের হাতে দেবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড