• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছে’

  নওগাঁ প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২
রীভা গাঙ্গুলি
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলিসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি বলেছেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছে। দুই দেশ মিলিতভাবে অনেক উন্নয়নমূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর মান্দা উপজেলায় ভারত সরকারের অর্থায়নে নির্মিত শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। আমাদের দুই দেশের মানুষের মনের অনেক মিল রয়েছে। ফলে আমরা একে অপরের সমন্বয়ে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে সফল হচ্ছি।

আরও পড়ুন : নিজ পেশাই জীবন নিল ডিসলাইন মিস্ত্রীর

মান্দার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের সভাপতি চন্দন কুমার মৈত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড