• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াহিদার ওপর হামলার ঘটনায় আরেকটি তদন্ত কমিটি

  নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪
ওয়াহিদা খানম
ওয়াহিদা খানম (ছবি: সংগৃহীত)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা এ কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন,এডিশনাল কমিশনার রংপুর মো.জাকির হোসেন, এডিশনার ডিআইজি ও দিনাজপুর জেলা এডিএম আসিফ মাহমুদ। বৃহস্পতিবার রাতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই মো.আসাদুল ইসলাম (৩৫) ও জাহাঙ্গীর আলম (৪২) নামের দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ।

আটক আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর এলাকার এমদাদুল হকের ছেলে এবং জাহাঙ্গীর আলম রানীগঞ্জ বাজারের আবুল কালামের ছেলে।

আরও পড়ুন: অস্ত্রোপচার শেষ, আশঙ্কামুক্ত নন ...

বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীরকে নিজ বাড়ি থেকে এবং আসাদুল হককে হাকিমপুর উপজেলার তার বোনের বাড়ি থেকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড