• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

  অধিকার ডেস্ক

০৭ আগস্ট ২০২০, ২৩:৪৭
করোনা
ছবি : সংগৃহীত

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

এই নৌরুটে দু’টি ফেরিঘাট দিয়ে তিনটি রো রো ফেরিসহ মোট আটটি ফেরি চলাচল করছিল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে সামনে এগিয়ে যেতে পারে না। চ্যানেলে প্রবেশের সময় ফেরিগুলো নির্দিষ্ট নৌরুট থেকে ছিটকে দূরে সরে যায়। ফলে স্বাভাবিক সময়ের থেকে তিনগুণ বেশি সময় লাগে ঘাটে পৌঁছাতে। এর জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, সকাল থেকেই দুই নম্বর ফেরিঘাটটি সচল হওয়ায় পরিস্থিতি কিছুটা ভাল ছিল। ১৭টি ফেরির মধ্যে চালু ছিল আটটি ফেরি। গত এক মাস ধরেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড