• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই’

  নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২০, ১৩:২২
স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৯ জুলাই) দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। যাদের আটক করে থানায় নেওয়া হয়েছে তারা ডাকাত দলের সদস্য। তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। তবু এ ঘটনার তদন্ত হবে। এরপর বিস্তারিত জানা যাবে।’

জানা যায়, একটি আগ্নেয়াস্ত্র ও চারটি ককটেলসহ মঙ্গলবার রাতে তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়েছিল। ওই সন্ত্রাসীদের সঙ্গে থাকা ককটেলগুলো ডিফিউজ করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে কল করা হয়। ককটেল ডিফিউজ করতে গিয়ে বিস্ফোরিত হয়ে পাঁচ জন আহত হয়।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, আটক হওয়া সন্ত্রাসীরা ভাড়াটে খুনি। পুলিশের কাছে তথ্য ছিল তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো পরিষ্কার হবে।

আরও পড়ুন : পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, আহত ৫ আরও পড়ুন : কেটে ফেলা হলো রিয়াজের 'ক্ষতবিক্ষত কবজি'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড