• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩০ জুলাই চালু হচ্ছে কক্সবাজারে ফ্লাইট 

  নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২০, ১৭:২৬
কক্সবাজার
কক্সবাজার বিমানবন্দর (ফাইল ছবি)

আগামী ৩০ জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

করোনার মাহামারিতে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) সব দেশের সব বিমানবন্দরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেয়।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করে গত ১ জুন থেকে একে একে দেশের ৬টি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়। সবশেষ মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার বিমানবন্দরেও ফ্লাইট পরিচালনার অনুমতি দিল বেবিচক।

এর আগে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না পাওয়ায় কক্সবাজার বিমানবন্দর চালু করতে পারছিল না বেবিচক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ৩০ জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দরে মেডিকেল সুবিধা দেবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য ৩০ জুলাই থেকে বেবিচকও কক্সবাজারে ফ্লাইট চালুর অনুমতির সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এয়ারলাইন্সগুলোকে চিঠি দেওয়া হবে।

আরও পড়ুন : ওমান থেকে দেশে ফিরলেন ৩৯৬ বাংলাদেশি

করোনা মহামারির শুরতেই কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ সবশেষ কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সগুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড