• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক দিনে বন্যার পানিতে ৮ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২০, ১১:০৯
বন্যার পানি
বন্যার পানি (ছবি: সংগৃহীত)

বানের জলে ভাসছে দেশের ৩০ জেলার ৮ লাখের বেশি মানুষ। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছেন ৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নওগাঁয়ে এ ঘটনা ঘটে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ৩০ জুন থেকে এ পর্যন্ত দেশের বন্যাকবলিত এলাকায় পানিতে ডুবে মারা গেছেন ৯৬ জন, সাপের কামড়ে ১৩ জন, বজ্রপাতে ৮ জন ও অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন : সংসদ সদস্য ইসরাফিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সূত্র জানায়, দেশে বন্যা কবলিত জেলায় ডায়রিয়া, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। গত ২৪ ঘণ্টায় এ সব জেলায় ডায়রিয়াতে ৪১২ জন, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ১৩২ জন, চর্মরোগে ২৭০ জন, চোখের প্রদাহে ৩০ জন ও অন্যান্য আঘাতজনিত কারণে ৫১ জনসহ ১ হাজার ২১৮ জন আক্রান্ত হন। এ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড