• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইদের দিন যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা

  অধিকার ডেস্ক

২৬ জুলাই ২০২০, ১১:৪৩
বৃষ্টি
বৃষ্টি (ছবি : সংগৃহীত)

দেশের কোথায় এখন বৃষ্টি হচ্ছে না বললেই চলে। তবে আগামীকাল (২৭ জুলাই) রাত থেকে কক্সবাজারের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এরপর ২৮, ২৯ ও ৩০ জুলাই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে ১ আগস্ট বৃষ্টি একটু কম হতে পারে। আবার ২ ও ৩ আগস্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১ আগস্ট, শনিবার পালিত হবে ইদুল-আজহা। ওইদিন বৃষ্টি একটু কম হলেও উত্তর-পূর্বাঞ্চল এবং কক্সবাজার-চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বা) অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করতে পারে।

রোববার (২৬ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।

তিনি বলেন, ‘২৭ জুলাই রাত থেকে কক্সবাজারের ওইদিকে একটু একটু বৃষ্টি হতে পারে। ২৮, ২৯, ৩০-এ তিনদিন বৃষ্টি একটু বেশি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ১ আগস্ট একটু কম হবে। ২ ও ৩ আগস্ট আবার বৃষ্টি থাকবে।’

ইদের দিনের পূর্বাভাসে আফতাব উদ্দিন বলেন, ‘ঈদের দিন উপরের (উত্তর-পূর্বাঞ্চল) দিকে বৃষ্টি থাকবে একটু বেশি। বিশেষ করে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট – এসব অঞ্চলে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হালকা হতে পারে। এছাড়া এখন যেহেতু বর্ষাকাল, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বাঞ্চল)– ওই অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।’

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড