• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাতিল হওয়া ট্রেনের টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা

  অধিকার ডেস্ক

১০ জুলাই ২০২০, ২২:১৪
বাতিল হওয়া ট্রেনের টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা
বাতিল হওয়া ট্রেনের টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা

করোনার কারণে বাতিল হওয়া যাত্রার ট্রেনের টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা। এজন্য ১০ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

সম্প্রতি বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

গত ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হলেও করোনাভাইরাসের কারণে ২৪ মার্চ সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তাই ২৪ মার্চ সন্ধ্যা থেকে ৩১ মার্চ পর্যন্ত যাত্রা বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিটের টাকা ফেরত চেয়ে নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্ব/চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে। প্রমাণ হিসেবে টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট কিনে থাকলে প্রিন্টেড কপির সঙ্গে এনআইডির সত্যায়িত কপি জমা দিতে হবে। এই আবেদন করা যাবে ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত কাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

দেশে করোনার সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। আর এই সংক্রমণ বাড়তে থাকায় প্রাথমিক পর্যায়েই তা নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তে ২৪ মার্চ সন্ধ্যা থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে।

এরপর আবার ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চালু করা হয়েছে। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি আন্তঃনগর ট্রেন চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড