• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মারা যাওয়া ৭৭ ভাগই ঢাকা-চট্টগ্রামের

  নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই ২০২০, ১৩:১১
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

রাজধানীসহ সারাদেশে করানোভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (৮ জুলাই) পর্যন্ত ২ হাজার ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৭ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

শুরুর দিকে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ে। সংক্রমণ ও মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগ। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম তথা চট্টগ্রাম বিভাগ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনায় মৃত্যুবরণকারী ২ হাজার ১৯৭ জনের মধ্যে রাজধানী ঢাকায় ৫৪৫ জন, ঢাকা বিভাগে ৫৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ১০৭ জন, রংপুর বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ১০৮ জন, বরিশাল বিভাগে ৮৫ জন এবং সিলেট বিভাগে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড