• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুতুড়ে বিল নিয়ে গণমাধ্যমে কথা বলায় ডিপিডিসির কর্মকর্তা বরখাস্ত!

  অধিকার ডেস্ক

০৫ জুলাই ২০২০, ১০:১৭
ডিপিডিসির কর্মকর্তা বরখাস্ত!
ডিপিডিসির কর্মকর্তা বরখাস্ত! (ছবি : সংগৃহীত)

ভুতুড়ে বিলের অভিযোগে সাময়িক বরখাস্ত ডিপিডিসির নির্বাহি প্রকৌশলী হেলাল উদ্দিনের বরখাস্ত হওয়ার আরেকটি কারণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত গণমাধ্যমে কথা বলা। অফিস আদেশটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩ জুলাই) ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষরিত অব্যাহতি পত্রটিতে বলা হয়েছে, ‘নির্বাহী প্রকৌশলী, আদাবর, ডিপিডিসি কর্তৃক দায়িত্বে অবহেলা ও গাফলতির কারণে বিদ্যুৎ বিলে প্রস্তুত প্রক্রিয়ায় গ্রাহককে অযৌক্তিক বিল ইস্যুসহ ডিপিডিসির সন্মানিত গ্রাহকগণ ভোগান্তির শিকার হওয়ার ফলে ডিপিডিসির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতিরেকে গণমাধ্যমে বক্তব্য প্রদান করায় ডিপিডিসির সার্ভিস রুল ২০১৭ এর ৭.৬ বিধি মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিস্টেম কন্ট্রোল এন্ড স্কাডা, ডিপিডিসি দফতরে সংযুক্ত করা হলো।

প্রসঙ্গত, আজ বিকেলে ডিপিডিসির পক্ষ থেকে গণমাধ্যমে ভুতুড়ে বিলের বিষয়ে তাদের কর্মীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে ডিপিডিসির নিবাহি পরিচালক (অপারেশন) এটি এম হারুন অর রশিদ বলেন, ভুতুড়ে বিলের অভিযোগে আমরা এক নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছি। ৩৬টি এনওসি ( স্থানীয় কার্যালয়) এর নির্বাহী প্রকৌশ লীকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে তারা। এছাড়া দুই চিফ ইঞ্জিনিয়ারকে বদলি কর হয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড