• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

  নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই ২০২০, ১৩:১৪
ফারুক কাজী
আইনমন্ত্রী আনিসুল হক ও ফারুক কাজী (ফাইল ফটো)

প্রবীণ সাংবাদিক, প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এক শোকবার্তায় শুক্রবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মন্ত্রী। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আইনমন্ত্রী বলেন, সাংবাদিক ফারুক কাজী ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও নির্ভীক সাংবাদিক। বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত থেকে তিনি তার দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিকতা ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়।

ফারুক কাজী রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় শুক্রবার সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বয়স হয়েছিল ৭১ বছর।

কর্মজীবনে বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন ফারুক কাজী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড