• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে করোনায় মৃত্যুর ৬৩ শতাংশ জুন মাসে

  নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই ২০২০, ১১:২০
করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু (ছবি: সংগৃহীত)

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৮৪৭ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে শুধু জুন মাসে (১ থেকে ৩০শে জুন) এক হাজার ১৯৭ জন করোনা রোগী মারা গেছেন। অর্থাৎ এ মাসেই করোনায় ৬৩ শতাংশ রোগী মারা গেছেন।

গত ৩১শে মে পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৬৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে মঙ্গলবার একদিনে ৬৪ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যুর রেকর্ড ছিল।

পরিসংখ্যানে দেখা গেছে, ১ থেকে ৭ই জুন ১৯৬, ৮ থেকে ১৪ই জুন ২৮৩, ১৫ থেকে ২১শে জুন ২৯৩ এবং সর্বশেষ ২২ থেকে ৩০শে জুন পর্যন্ত ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন মৃত্যুর সংখ্যা ৩৪ থেকে ৪৫ জনের মধ্যে থাকলেও হঠাৎ করে মঙ্গলবার ৬৪ জনের মৃত্যুতে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড