• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১২ চিকিৎসকের করোনা

  নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২০, ২১:১১
করোনা
ছবি : সংগৃহীত

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন চিকিৎসক ২১ দিন আইসিইউতে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন। এছাড়া আরও নয় চিকিৎসকের উপসর্গ থাকায় তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

শনিবার (২৭ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম এ তথ্য দেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত ১২ জন চিকিৎসকের মধ্যে আমাদের অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আতিকুল ইসলাম সুস্থ হয়েছেন টানা ২১ দিন আইসিইউতে লড়ে। উনি এখন ভালো আছেন। এছাড়া করোনা আক্রান্ত বাকি ১১ চিকিৎসক আইসোলেশনে আছেন। এছাড়া আরও নয়জন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

ডা. হোসাইন ইমাম বলেন, চিকিৎসক ছাড়াও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নার্স, টেকনোলজিস্ট, সরকারি স্টাফসহ দৈনিক মজুরিতে যারা কাজ করেন, এরকম অনেকেই আক্রান্ত হয়েছেন।

হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়েই চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করেন চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড