• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডা. জাফরুল্লাহ’র শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

  নিজস্ব প্রতিবেদক

২৯ মে ২০২০, ১৩:১৫
ডা. জাফরুল্লাহ
ডা. জাফরুল্লাহ (ফাইল ফটো)

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (২৯ মে) আগের দিনের চেয়ে কিছুটা ভালো বোধ করছেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে কথা হয়েছে তার। তিনি গতকালের থেকে আজ ভালো বোধ করছেন। গতকাল জাফরুল্লাহ চৌধুরীর অক্সিজেন লেভেল কমে গিয়েছিল, পরে আবার ঠিক হয়ে যায়। তিনি আগের থেকে এখন ভালো বোধ করছেন। আগে কিছুটা জ্বর থাকলেও আজ জ্বর নেই।

এখন তার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) বয়স হয়েছে, শরীরে কিছুটা ব্যথা আছে। তবে তার শরীর যথেষ্ট ফিট আছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৪ মে গণস্বাস্থ্যের আবিষ্কৃত কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ আসে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার সেখানকার পরীক্ষার রিপোর্টেও তার করোনা পজেটিভ আসে।

এদিকে, করোনা পজেটিভ আসার পর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। করোনার চিকিৎসা হিসেবে ২৬ মে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয় তাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড