• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আরও তিনদিন থাকবে ঝড়-বৃষ্টি

  অধিকার ডেস্ক

২৮ মে ২০২০, ১৭:০৩
অধিকার
জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে (ছবি : সংগৃহীত)

ঘূর্ণিঝড় আম্ফানের পর থেকে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি লেগেই আছে। ফলে প্রতিদিনই হচ্ছে ঝড়-বৃষ্টি। তবে কালবৈশাখীর এই শক্ত অবস্থান আর মাত্র তিনদিন থাকতে পারে। তারপর থেকে এটা দুর্বল হয়ে আসবে। অন্যদিকে যে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা শুরু হয়, সেই বায়ু বাংলাদেশের দিকে এগোতে থাকবে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, নর ওয়েস্টার (কালবৈশাখী) এখন শক্তিশালী অবস্থায় আছে। ২৯, ৩০ ও ৩১ মে পর্যন্ত এটা জোরালো থাকতে পারে। তারপর ১ জুন থেকে নর ওয়েস্টার সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হবে। সেই সঙ্গে মনসুন (মৌসুমি বায়ু) এগোতে থাকবে।

তিনি বলেন, এখন মৌসুমি বায়ু আন্দামান সাগর এলাকায় আছে। এই মৌসুমি বায়ু স্বাভাবিক প্রক্রিয়ায় ১ জুন কক্সবাজার অঞ্চলে থাকার কথা ছিল। তবে এবার সেটা অল্প কয়েকদিন দেরি হতে পারে। মনসুন আসার পরে আবার বৃষ্টিপাত শুরু হবে। সেটা বর্ষার বৃষ্টি। অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে।

জুনের প্রথম সপ্তাহের আবহাওয়ার বিষয়ে এই আবহাওয়াবিদ আরও বলেন, আকাশ মেঘলা থাকতে পারে। তাপমাত্রা এখন যেমন আছে, তেমনই থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড