• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

লঞ্চ চলাচলে দ্বিধাদ্বন্দ্ব  

  নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২০, ১৩:২৬
লঞ্চ টার্মিনাল
লঞ্চ টার্মিনাল (ফাইল ফটো)

দেশে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলে অনুমতি দিয়েছে সরকার। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে সৃষ্টি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। লঞ্চ মালিকরা বলছেন সামাজিক দূরত্ব মেনে লঞ্চ ছাড়া সম্ভব নয়।

নৌ মালিক সমিতির সহ-সভাপতি ও পারাবত লঞ্চ মালিক শহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সামাজিক দূরত্ব মেনে লঞ্চ ছাড়া সম্ভব নয়। আর যদি এভাবে চলতে হয় তাহলে অর্ধেক যাত্রী তুলতে হবে, ভাড়া আসবে বেশি। এ নিয়ে আমাদের সঙ্গে কোনো বৈঠক না করেই গণপরিবহন ছাড়ার সিদ্ধান্ত দিয়েছেন সরকার।

তিনি অভিযোগ করে বলেন, এখন আমরা নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করছি। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনার পরিস্থিতিতে নৌ চলাচল নিয়ে কোনো বৈঠকই করেননি। তারাও নৌ প্রতিমন্ত্রীকে কাছে পাননি।

এদিকে বুধবার সন্ধ্যায় সাধারণ ছুটির তুলে নেওয়ার সঙ্গে গণপরিবহন চলাচলে বিধি-নিষেধ তুলে নিয়ে সীমিত পরিচরে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। সে নির্দেশনা অনুযায়ী ৩১ মে থেকে দেশে ট্রেন চলবে। বাস ছাড়ার বিষয়ে মালিকরা নিজেদের মধ্যে আজ বৈঠক করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড