• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনাকে জয় করলেন এমপি শহিদুজ্জামান

  অধিকার ডেস্ক

২৪ মে ২০২০, ০২:৪৮
এমপি শহিদুজ্জামান সরকার
এমপি শহিদুজ্জামান সরকার

করোনামুক্ত হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। আজ শনিবার (২৩ মে) দ্বিতীয়বারের মতো তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

এমপি শহীদুজ্জামানের একান্ত সচিব নুরুল আবছার জানান, একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো..শহীদুজ্জামান সরকার এমপি করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। গত ২০ মে শেষবার স্যারের নমুনা নেওয়া হয়। আজ ফল নেগেটিভ এসেছে। এর আগে গত ১৬ মের পরীক্ষাতেও নেগেটিভ এসেছিল।

আইইডিআর-এর নিয়ম অনুযায়ী, কারও করোনাভাইরাস ধরা পড়লে তাকে হাসপাতালে বা বাসায় পুরোপুরি আইসোলেশনে রাখা হয়। উপসর্গ কমে গেলে আবার তার নমুনা পরীক্ষা করা হয়। পরপর দুটি পরীক্ষার ফল নেগেটিভ হলে তাকে সুস্থ ঘোষণা করা হয়।

শহীদুজ্জামান সরকার বলেন, সর্বশেষ নমুনা নেওয়ার তিনদিনের মাথায় রিপোর্ট পেয়েছি। রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন ভালো আছি। গত ১ মে শহীদুজ্জামান সরকার করোনা আক্রান্ত শনাক্ত হন। এরপর থেকে তিনি ন্যাম ভবনে আইসোলেশনে ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড