• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কর্মহীনদের খাদ্য সহায়তা দিল বিআইডব্লিউটিএ

  নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২০, ১২:০৮
খাদ্য সহায়তা
খাদ্য সহায়তা (ছবি : সংগৃহীত)

আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ঢাকা ও আশুগঞ্জে তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদফতর (বিআইডব্লিউটিএ)। শুক্রবার কর্মহীন নৌশ্রমিক, কুলি, মাঝি, দিনমজুর ও ভবঘুরে মানুষের মাঝে শারীরিক দূরত্ব বজায় রেখে এ সব খাদ্য সহায়তা দেয়া হয়।

এর মধ্যে ঢাকা নদীবন্দরে (সদরঘাট) দুই হাজার এবং আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দরে এক হাজার মানুষকে এ সহায়তা দেয়া হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়। ঢাকা নদীবন্দর ও বরিশাল নদীবন্দরে অব্যাহতভাবে এ খাদ্যসামগ্রী দিয়ে আসছে।

ঢাকা বন্দর কর্মকর্তা এ কে এম আরিফ বলেন, করোনা সংক্রমণের পর থেকে সদরঘাটের অসহায় মানুষদের প্রতিদিনই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে বিশেষ এখাদ্য উপহার দেয়া হল।

অপরদিকে আশুগঞ্জ-ভৈরব বাজার নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমরা নৌযান শ্রমিক, কুলিসহ বিভিন্ন পেশার এক হাজার মানুষকে শুক্রবার খাদ্য সহায়তা দিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড