• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা চিকিৎসায় ১ হাজার ‘রেমডেসিভির’ গ্রহণ করল সরকার 

  নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২০, ১৩:০০
রেমডেসিভির
রেমডেসিভির গ্রহণ অনুষ্ঠান (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ ‘রেমডেসিভির’ ১ হাজার পিস গ্রহণ করেছে সরকার। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বিনামূল্যে সরকারকে এ ওষুধ প্রদান করে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কভিড-১৯ মেডিসিন গ্রহণ অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ‘রেমডেসিভির’ প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে ‘রেমডেসিভির’ গ্রহণ করেন। এ সময় তিনি বেক্সিমকো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বেক্সিমকোকে। তারা দেশের প্রয়োজনে সবার আগে এগিয়ে এসেছেন।

আরও পড়ুন : শুক্রবার পর্যন্ত থাকবে প্রবল বৃষ্টিপাত

এ সময় নাজমুল হাসান পাপন বলেন, বিশ্বে করোনার চিকিৎসায় ‘রেমডেসিভির’ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। আমরা শুধু ওষুধ তৈরি করেছি। সরকারকে দিচ্ছি, মানুষের সেবায় আমরাও পাশে থাকতে চাই। করোনা আক্রান্ত রোগীকে ৬টা থেকে ১০টা ‘রেমডেসিভির’ ইনিজেকশন দিতে হয়। ১টার দাম যদি ১০ হাজার টাকা হয়। তাহলে অন্তত ৬০ হাজার খরচ হয়ে যাবে। আমরা এর জন্য কোনো টাকা নিব না। আমরা আপাতত সরকারকে ১ হাজার রেমডেসিভি বিনামূল্যে দিচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড