• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মারা গেলেন আরও এক ব্যাংক কর্মকর্তা

  নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২০, ১৪:০১
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী। গতকাল রবিবার রাতে কুমিল্লায় মারা যান তিনি। এক সপ্তাহে আগে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়।

এতে সিটি ব্যাংকের দুই কর্মকর্তা, রুপালী ব্যাংকের এক কর্মকর্তাসহ মোট ৪ জন ব্যাংকার করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন।

জানা যায়, সোনালী ব্যাংকের মতিঝিলে স্থানীয় কার্যালয়ে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনার উপসর্গ দেখা দেওয়ায় ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান তিনি। ১০ মে পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। রবিবার রাতে তিনি নিজ বাসায়ই মারা যান।

তার এক মাস বয়সী একটি মেয়ে রয়েছে। মেয়েসহ তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে রয়েছেন। গত সপ্তাহে ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতি হলে তিনিও সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) পদে পদোন্নতি পান। তার মৃত্যুতে সোনালী ব্যাংকের কর্মকর্তারা সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, সোনালী ব্যাংকের আরও ২৯ জন কর্মকর্তা করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়া শাখার ৬ কর্মকর্তা, রংপুর বাজার শাখার ৭ জন, ঢাকার শিল্পভবন কর্পোরেট শাখার ১ জন, রমনা কর্পোরেট শাখার ২ জন, ওয়েজ আর্নার্স কর্পোরেট শাখার ২ জন, নারায়ণগঞ্জের সোনারগাও শাখার ১ জন, আড়াইহাজারের ধুপতারা শাখার ১ জন, নারায়ণগঞ্জের নবীগঞ্জ শাখার ১ জন, নিতাইগঞ্জ শাখার ১ জন, নারায়ণগঞ্জ কর্পোরেট শাখায় ২ জন, ঢাকার বংগবন্ধু এভিনিউ প্রিন্সিপাল অফিসের১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ শাখায় ৩ জন আক্রান্ত ও মাদারীপুর শাখার ১ জন রয়েছেন।

আরও পড়ুন : মে'তে বাড়ল রেমিটেন্স

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকারি ছুটি শুরু হলেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক। সরকারি বেতন–ভাতা প্রদানের কারণে সোনালী ব্যাংকে সবসময় ভিড় লেগে আছে। এতে ব্যাংকটির কর্মকর্তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড