• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে ঘোষণা দিয়ে হোম কোয়ারেন্টাইনে ৯ চিকিৎসক! 

  নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২০, ১২:১৫
হোম কোয়ারেন্টাইন
হোম কোয়ারেন্টাইন (ছবি : প্রতীকী)

করোনা রোগীর সংস্পর্শে আসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৯ জন সার্জারি ডাক্তার, ৬ জন সিনিয়র স্টাফ নার্স ও ১ জন ওয়ার্ডবয় হোম কোয়ারেন্টাইনে গেছেন। বৃহস্পতিবার ফেসবুকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান ওই হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শওকত ওসমান।

এর সত্যতা সম্পর্কে জানতে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। বলেন, ‘এ বিষয়ে আমাদের ডিজি (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) ও আইইডিসিআর কথা বলবেন।’

ডা. শওকত ওসমান ফেসবুক পোস্টে লেখেন, ‘ঢাকা মেডিকেল হাসপাতালের সার্জারি ইউনিট-৫ এর সিএ হিসেবে আমি এবং নিম্নের আমার সিনিয়র ও জুনিয়র সকল চিকিৎসক সবার দোয়াপ্রার্থী। আমরা করোনা পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে আসায় হোম-কোয়ারান্টাইন্ড হচ্ছি। সবাই ভালো থাকুন এই কামনায়…।’

আরও পড়ুন : করোনায় গুরুতর রোগীর চিকিৎসায় আইসিইউ পর্যাপ্ত?

এরপর পোস্টের নিচে দুটি ছবি সংযুক্ত করা হয়, যেখানে কাগজে লেখা ওই ৯ জন চিকিৎসক, ৬ জন সিনিয়র স্টাফ নার্স এবং ১ জন ওয়ার্ডবয়ের নামের তালিকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড