• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরিবহন খাতে প্রণোদনার দাবি মালিক সমিতির

  নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২০, ২৩:৫০
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি (ছবি : সংগৃহীত)

দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে বন্ধ থাকা পরিবহন খাতে দৈনিক ৫০০ কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। ফলে এই সেক্টরের মজুরি ভিত্তিতে কর্মরত ৯০ লাখ শ্রমিক এখন বেকার। তাদের বাঁচাতে বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (০৮ এপ্রিল) সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পরিবহন সেক্টরে থাকা চালক-শ্রমিকরা লকডাউনের কারণে দীর্ঘ দিন ধরে কর্মহীন। যারা দৈনিক বেতন ভিত্তিতে কাজ করে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেশের ইতিহাসের এই দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় শ্রমিক পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানো জরুরি।

এতে আরও বলা হয়, পরিবহন সেক্টরে বন্ধ থাকলে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা দিতে সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে।

বিবৃতিতে পরিবহন খাতের কর্মহীন শ্রমিকদের বাঁচাতে পরিবহন সেক্টরের মালিকদের প্রতিও আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড