• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএসএমএমইউতে ২০১ জনের নমুনা সংগ্রহ

  নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২০, ২৩:২০
বিএসএমএমইউ
বঙ্গবন্ধু শেখ ‍মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে এখন পর্যন্ত মোট ২০১ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (০৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৬৭ জন রোগী ৮ এপ্রিল ফিভার ক্লিনিকে সেবা নেন, এরমধ্যে ৫৪ জনের করোনা ভাইরাস টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করে করোনাভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া বাইরে থেকে পাঠানো আরও ছয় জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এ ল্যাবরেটরিতে।

আজকের ৬০ জনসহ এখন পর্যন্ত মোট ২০১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানিয়ে দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস ল্যাবরেটরি ৯ এপ্রিল শব-ই-বরাত-এর ছুটির মধ্যেও খোলা থাকবে। অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে পরিচালিত বিশেষজ্ঞ হেলথ লাইন সেবাও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড