• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আক্রান্ত রোগী নিখোঁজ, খুঁজছে পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২০, ২৩:২৩
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : প্রতীকী)

করোনা ভাইরাসে আক্রান্ত পলাতক এক যুবককে খুঁজছে রাজধানীর দক্ষিণখান থানা পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনার তালতলার উত্তর পাড়ার একটি বাসা থেকে করোনা আক্রান্ত রোগী নিখোঁজ হন।

ডিএমপির উত্তরা বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বলেন, আইইডিসিআর আমাদের কাছে একটি তালিকা পাঠায়। সেখানে এক যুবকের নাম রয়েছে। যিনি করোনায় আক্রান্ত। আমরা এলাকাটি লকডাউন করার জন্য সেখানে যাই। কিন্তু তার ঠিকানা অনুযায়ী গিয়ে তাকে পাওয়া যায়নি। তার খবর কেউ দিতে পারেনি।

এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় কমিউনিটি পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। পুলিশের তিনটি টিম আলাদাভাবে তাকে খুঁজতে কাজ করছে। করোনা আক্রান্ত হয়ে এভাবে পালিয়ে থাকার কারণে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে ঠিকানা সঠিক কিনা তা নিয়ে পুলিশের সন্দেহ। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, ঠিকানা সঠিক থাকলে মানুষ থাকবে। হয় সে বাসায় থাকবে, না হয় হাসপাতালে। তবে পুলিশ ঠিকানা অনুযায়ী তাকে না পেয়ে ওই এলাকা লকডাউন না করে ফিরে এসেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড