• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

একমাত্র উপায় কাজে লাগাচ্ছি, টেস্টিং বাড়াচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২০, ১৪:০১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি : সংগৃহীত)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমণ না হওয়া। আর এ জন্য বেশি বেশি টেস্ট (নমুনা পরীক্ষা) করতে হবে। যত বেশি টেস্ট হবে তত শনাক্ত করতে পারবো। তাই টেস্টিং বাড়াচ্ছি।

মঙ্গলবার (৭ এপ্রিল) তেজগাঁয়ে কেন্দ্রীয় ঔষধাগার ভবনে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এই মাসটি আমাদের জন্য অনেক ক্রিটিক্যাল (কঠিন)। এখন দেশে ১৮টি ল্যাবে করোনা টেস্ট করা হচ্ছে। খুব দ্রুতই আরও ১০টি ল্যাব বৃদ্ধি করা হবে।

চিকিৎসকের এ সময়ে মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে। চিকিৎস্যরা সবাই মানুষের পাশে দাঁড়ান।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ গ্রেফতার

করোনা মোকাবিলায় সম্প্রতি প্রধানমন্ত্রীর কিছু সিদ্ধান্তের প্রশংসা করে জাহিদ মালেক বলেন, আমাদের লকাডাউন চলছে। সেটা আরও কার্যকর করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে অনেকে দেশ কারফিউ দিয়েছে। মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে মসজিদে কয়জন নামাজ পড়বে এটাও ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজারের টাইমিংও বলে দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড