• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএসএমএমইউর করোনা ল্যাবে ২১ নমুনা

  অধিকার ডেস্ক

০৪ এপ্রিল ২০২০, ২২:০০
বঙ্গবন্ধু শেখ ‍মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)
বঙ্গবন্ধু শেখ ‍মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯০ জনের মধ্যে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার ( ৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখণ পর্যন্ত মোট ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার ফলাফল জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান থেকে পাঠানো নমুনাও পরীক্ষা করা হচ্ছে।

এদিকে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধের কারণে সরকার ঘোষিত ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বহির্বিভাগের কার্যক্রম সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আগের মতো চালু থাকবে বলে অফিস আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব বহির্বিভাগে চিকিৎসাসেবা, ফিভার ক্লিনিকে চিকিৎসাসেবা,জরুরি বিভাগের চিকিৎসাসেবা এবং হেল্প লাইনে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ চালু করা হচ্ছে।

রবিবার (৫ এপ্রিল) থেকে এই ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’এর কার্যক্রম শুরু হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড