• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২০, ১৭:২৯
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান (ছবি : সংগৃহীত)

সবাইকে ঐক্যবদ্ধ থেকে করোনা ভাইরাস প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তিনি বলেন, দৃঢ় প্রত্যয় আর অবিচল সংগ্রামের মাধ্যমে অকুতোভয় বাঙালি জাতি যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছে, ঠিক তেমনি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে এবারও প্রাণঘাতী করোনা ভাইরাসকে মোকাবিলা করবে।

শনিবার (৪ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে শুক্রবার (০৩ এপ্রিল) তথ্য প্রতিমন্ত্রী জামালপুরের সরিষাড়ি নিজ বাড়িতে করানো পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

এ সময় সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আইসোলেশন সেন্টারের’ জন্য প্রস্তুত লঞ্চ

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বচ্ছতা ও জবাবদিহিতার তালিকা প্রণয়ন ও ত্রাণকার্য পরিচালনা করা হচ্ছে যাতে কেউ অভুক্ত না থাকে।

তিনি এ সময় উপেজলা নির্বাহী কর্মকর্তার দুর্যোগ মোকাবিলা ফান্ডে পাঁচ লাখ টাকা দেন। বিকেলে প্রতিমন্ত্রী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চার শতাধিক নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড