• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে কোয়ারেন্টিনে ৭৩ বাংলাদেশি 

  নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২০, ২৩:২৩
পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি : ফাইল ফটো)

দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতে অংশ নেওয়া ৭৩ জন বাংলাদেশি নাগরিককে ভারত সরকার কোয়ারেন্টিনে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতে অংশ নেওয়া ৭৩ জন বাংলাদেশি নাগরিককে ভারত সরকার কোয়ারেন্টিনে রেখেছে। তবে ঠিক কতজন বাংলাদেশি সেখানে অংশ নিয়েছিলেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ড. মোমেন বলেন, তাবলিগে অংশ নেওয়া বাংলাদেশিদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর করোনা নেগেটিভ হলে তাদের ফিরিয়ে আনা হবে।

তিনি আরও জানান, ভারতে আটকে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত তাবলিগ জামাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন অংশ নেন। বাংলাদেশ নিশ্চিত না হলেও ভারত সরকার জানিয়েছে এতে বাংলাদেশ থেকে ৪৯৩ জন নাগরিক অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড